উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছ. শাপলা খাতুন জানান, নাগ ফজলি অত্যন্ত সুমিষ্ট ও আগাম জাত। আকারে ফজলির আমের মতো হলেও নিচের দিকে দেখতে একটু নাক আকৃতির। স্বাদ, গন্ধ ও মিষ্টি স্বাদ মিলিয়ে অন্যরকম একটি আম। আকারে লম্বাটে, পরিপক্ক অবস্থায় ৩০০-৪০০ গ্রাম হয়। এ আম ফজলি আমের চেয়ে ২৫-৩০ দিন আগে পাকে। দেখতেও পাতলা। আম সংগ্রহের সম্ভাব্য সময় সূচি নাগ ফজলি আম ২জুন, ল্যাংড়া জাতের আম ৬ জুন, আম্রপালি ১৫ জুন, ফজলী ১৫ জুন, আশ্বিনা জাতের আম ১০ জুলাই ও বারী আম-৪ ১০ জুলাই গাছ থেকে নামানো হবে।

Tuesday, September 1, 2020

নাক ফজলী নাকি নাগ ফজলী ????


আমের নাম ‘নাগ ফজলি' নাকি নাক ফজলি ?? কৃষি সম্প্রসারণ অধিদফতর ও আমচাষিদের কাছ থেকে জানা যায়, এই আমের আসল নাম হচ্ছে ‘নাক’ ফজলি। গঙ্গাতীরবর্তী কাশী বা বেনারস ভারতের প্রধান আম উৎপাদন এলাকাগুলোর মধ্যে অন্যতম। বিনোদ কুমার লাহিড়ীর মাধ্যমে বদলগাছী উপজেলায় প্রথম বিস্তার লাভ করে নাক ফজলি। অনেকে মনে করেন, এ আমের নিচের দিকে নাকের মতো হওয়ায় এর নামকরণ হয়েছে নাক ফজলি। জোড় কলমের মাধ্যমে এ আমের চারা রোপণ করার ১ থেকে ২ বছরের মধ্যে গাছে মুকুল আসে।




কৃষি বাতায়নের তথ্য মোতাবেক 

  • জাত এর নামঃ নাক ফজলী
  • আঞ্চলিক নামঃ নাক ফজলী
  • অবমূক্তকারী প্রতিষ্ঠানঃ
  • জীবনকালঃ ১২০-১৩০ দিন দিন
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তথ্য মোতাবেক আমটির নাম নাগ ফজলি । মনে করা হয় আমটির আকৃতি অনেকটা সাপের ফনার মত । তাই একে স্থানীয়রা নাগ ফজলি হিসেবেই চিনে থাকেন 

এ বিষয়ে জমিদার বিনোদ কুমার লাহিড়ীর উত্তরসূরি নাতি শ্রী নিরঞ্জন লাহিড়ী বলেন, আমার দাদু বিনোদ কুমার লাহিড়ী বহুকাল আগে তীর্থভূমি কাশীতে গিয়েছিলেন। ফেরার পথে মুর্শিদাবাদের নবাবের বিখ্যাত আমবাগানে উদ্ভাবিত অতি উৎকৃষ্ট জাতের আম নাক ফজলি আমের কয়েকটি চারা বাংলাদেশে প্রথম এনেছিলেন। দাদু কয়েকটি নাক ফজলি আমের চারা সংগ্রহ করে ভান্ডারপুরে নিজস্ব আমবাগানে রোপণ করেন।

0 comments:

Post a Comment

Social Profiles

Twitter Facebook Google Plus LinkedIn RSS Feed Email Pinterest

ফ্রি ডেলিভারীতে আম কিনুন ক্লিক করুন

ফ্রি ডেলিভারীতে আম কিনুন  <a href="https://peyechi.com/item/nag-fozli-mango-premium">ক্লিক করুন</a>

Buy Today

Popular Posts

Blog Archive

BTemplates.com

Blogroll

About

Copyright © Nag Fozli Mango- নাগ ফজলি আম | Powered by Blogger
Design by Lizard Themes | Blogger Theme by Lasantha - PremiumBloggerTemplates.com